প্রশ্ন (৩/৩২৩) ফরয ছালাত আদায়ের পর মাসনূন দো‘আসমূহ দেখে পড়া যাবে কি? এতে নেকীর কোন কমবেশ হবে কি?
522 বার পঠিত
উত্তর :
মুখস্ত না থাকলে যে কোন দো‘আ দেখে পড়তে বাধা নেই। এতে নেকীরও কোন ঘাটতি
হবে না। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা আল্লাহকে ভয় কর সাধ্যমত’ (তাগাবুন ১৬)। তবে মুখস্ত করার জন্য অবশ্যই চেষ্টা করে যেতে হবে।