উত্তর : এধরনের
ব্যবসা করা জায়েয নয়। কারণ ইসলামী শরী‘আতে সম মানসম্পন্ন একই দ্রব্য
কমবেশীতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। রাসূল (ছাঃ) বলেন, সমান পরিমাণ
ছাড়া তোমরা সোনার বদলে সোনা বিক্রি করবে না, একটি অপরটি হ’তে কম-বেশী করবে
না। সমান ছাড়া তোমরা রূপার বদলে রূপা বিক্রি করবে না ও একটি অপরটি হ’তে
কম-বেশী করবে না। আর নগদ মুদ্রার বিনিময়ে বাকী মুদ্রা বিক্রি করবে না (বুখারী হা/২১৭৭; মিশকাত হা/২৮১০)। কেউ কমবেশী করে এমন বস্ত্ত ক্রয়-বিক্রয় করলে তা সূদ হিসাবে গণ্য হবে, যা হারাম (ইবনু আব্দিল বার্র, আত-তামহীদ ৪/৮৩)।