উত্তর : ছালাতে বা ছালাতের বাইরে কোন সময়ই ছবিযুক্ত পোশাক পরিধান জায়েয নয়। রাসূল (ছাঃ) প্রাণীর ছবিযুক্ত কোন কিছু দেখলে তা বিনষ্ট করে দিতেন (বুখারী হা/৫৯৫২; মিশকাত হা/৪৪৯১)। এক্ষণে বাধ্যগত অবস্থায় ছবিযুক্ত পোষাক পরিধান করতে হ’লে ছালাতের সময় সেটি আবৃত রেখে ছালাত আদায় করবে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১২/২৯৪)।