উত্তর : স্বামী তার স্ত্রীর মোহরানার সমুদয় অর্থ বর্তমান জীবিত ওয়ারিছদের মধ্যে মীরাছের বিধান অনুযায়ী বণ্টন করে দিবেন। তিনি তার স্ত্রীর মোহরানার অর্থ দান করতে পারবেন না। কারণ বর্তমানে তিনি উক্ত অর্থের একক মালিক নন। বরং উক্ত অর্থের মালিক জীবিত ওয়ারিছরা। এছাড়া স্ত্রীর চাকুরী থেকে প্রাপ্ত অর্থও স্বামীসহ অন্যান্য ওয়ারিছগণ মীরাছের বিধান অনুপাতে প্রাপ্ত হবেন (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৮/১৬; ফাতাওয়া লাজনা দায়েমা ১৯/৮৬)।
প্রশ্নকারী : এ,কে,এম আযাদ, পাঁচবিবি, জয়পুরহাট।