উত্তর :
এমন অবস্থায় উক্ত নারীকে কোন ইদ্দত পালন করতে হবে না। আল্লাহ বলেন, ‘হে
ঈমানদারগণ! যখন তোমরা মুমিন নারীদের বিবাহ করবে, অতঃপর তাকে স্পর্শ করার
পূর্বে তালাক দিবে, তখন তোমাদের জন্য তাদের উপর কোন ইদ্দত নেই যা তোমরা
গণনা করবে’ (আহযাব ৩৩/৪৯)। তবে যদি স্বামী মারা যান, তাহ’লে সহবাস না হ’লেও তার জন্য তাকে ৪ মাস ১০ দিন ইদ্দত পালন করতে হবে (বাক্বারাহ ২/২৩৪)।