উত্তর :
ইমাম কুরতুবী (রহঃ) স্বীয় তাফসীরে সূরা ইবরাহীম ৪৬ আয়াতের ব্যাখ্যায় উক্ত
ঘটনাটি সূত্রবিহীনভাবে উল্লেখ করেছেন। যা ইস্রাঈলী বর্ণনা বলেই অনুমিত হয়।
তবে ফেরাঊন আল্লাহকে দেখার জন্য স্বীয় মন্ত্রী হামানকে উঁচু একটি টাওয়ার
নির্মাণের নির্দেশ দিয়েছিলেন (কাছাছ ২৮/৩৮; গাফের ৪০/৩৬)। আর
ক্বিয়ামতের প্রাক্কালে ইয়াজুজ-মাজুজ সম্প্রদায় তাদের ধারণা মতে পৃথিবীর সকল
জীব হত্যা করার পর আসমানবাসীকে হত্যা করার জন্য আকাশপানে তীর ছুড়বে। তখন
তাদের ধারণা সত্যায়নের জন্য উক্ত তীরে রক্ত মিশিয়ে ফেরত পাঠানো হবে। এতে
তারা মনে করবে যে, তারা আসমানবাসীকে হত্যা করে ফেলেছে (ইবনু মাজাহ হা/৪০৭৯, ছহীহাহ হা/১৭৯৩)।