বাল্ব নয়, আলো ছড়াবে দেয়াল

উন্নত দেশগুলোতে ক্রমেই বাড়ছে এলইডি লাইটের ব্যবহার। এখন আবার এর সঙ্গে যোগ হ’তে যাচ্ছে অর্গানিক। অর্থাৎ ওএলইডি। ওএলইডি হচ্ছে প্রাকৃতিক উপাদান থেকে তৈরী এলইডি লাইট। অত্যন্ত পাতলা কাচের মতো এই ওএলইডির মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তখন সেই এলইডির ইলেকট্রনগুলো প্রাকৃতিক উপাদানগুলোর সহায়তায় জ্বলে ওঠে। ফলে আলো বিচ্চুরিত হ’তে শুরু করে সেই পাতলা কাচ থেকে। জার্মানির বিজ্ঞানীরা স্বপ্ন দেখছেন, অদূর ভবিষ্যতে এই ওএলইডিকে এতো পাতলা করে তৈরী করা সম্ভব হবে যে, সেগুলোকে  কাগজের মতো করে মুড়ে রাখা যাবে। তখন হয়ত কাউকে আর ঘরের সিলিং-এ কিংবা দেয়ালে বাতি ঝুলিয়ে রাখতে হবে না, কারণ গোটা দেয়ালটাই থাকবে ওএলইডিতে মোড়া। ফলে একটি সুইচ টেপার সঙ্গে সঙ্গে গোটা দেয়ালটাই আলোকিত হয়ে উঠবে।

পানি ছাড়া দাঁত ব্রাশ

সম্প্রতি পানি ব্যবহার ছাড়াই দাঁত ব্রাশ করা যায় এমন একটি ব্রাশ উদ্ভাবন করেছেন গবেষকরা। গবেষকদের দাবী, চলার পথেই পানি বাঁচিয়ে এই ব্রাশ ব্যবহার করে দাঁত মেজে নেয়া যাবে। ‘ব্রেশ’ নামের এ ব্রাশের সাথে রয়েছে একটি নমনীয় ক্যাপ যার মধ্য থাকে বিশেষ ধরনের টুথপেস্ট। নন-ফ্লুরাইড এই টুথপেস্ট-এর প্রধান উপাদান হচ্ছে প্রাকৃতিক জাইলিটল, যা মূলতঃ চিনি ছাড়া এক ধরনের চুইংগাম, মিন্ট এবং অন্যান্য ক্যান্ডির মিশ্রণ। জাইলিটল এর স্বাদ হচ্ছে অনেকটা মিষ্টি, যদিও এতে চিনির কোন উপাদান থাকে না। তাই এটিতে মুখে আলাদা কোন এসিড তৈরী হয় না যা দাঁতের ক্ষয় করতে পারে। এই টুথপেস্ট ব্যাকটেরিয়াও প্রতিরোধ করে।

বেশী টিভি দেখলে মৃত্যু ঝুঁকি বাড়ে

অধিকাংশ সময় যারা টেলিভিশনের সামনে বসে থাকেন তারা নিজের অজান্তেই নিজের মৃত্যুকে ডেকে আনছেন কিংবা ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। এমনকি প্রতিদিন ২ ঘণ্টা টিভি দেখাও যথেষ্ট ক্ষতির কারণ হ’তে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণায় একথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ-এর গবেষক ফ্রাঙ্ক হু কর্তৃক এ গবেষণাকর্মটি পরিচালিত হয়। ২ লাখেরও বেশী মানুষের ওপর এ গবেষণাটি চালানো হয়। এতে হু ও তার গবেষক দল দেখতে পান, যারা দৈনিক ২ ঘণ্টা টেলিভিশন দেখেন তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ২০ শতাংশ বেশী, আর হৃদরোগ হওয়ায় ঝুঁকি ১৫ শতাংশ বেশী। তাদের মতে দৈনিক ২ ঘণ্টা টেলিভিশন দেখার ফলে মৃত্যুঝুঁকি ১৩ শতাংশ বেড়ে যায়।






আরও
আরও
.