উত্তর : খামারে রক্ষিত মুরগী, মাছ, কোয়েল পাখি, হাঁস ইত্যাদির মূল্য নির্ধারণ করে এর যাকাত দিতে হবে। মূল্য নির্ধারণ করে তা নিছাব পরিমাণ হ’লে এবং এক বছর অতিক্রান্ত হ’লে তাতে যাকাত দিতে হবে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৮/৫৪)।
প্রশ্নকারী : ছাবিত হাসান, কালকিনি, মাদারীপুর।