উত্তর : কোন ব্যক্তি সূদের মত মহাপাপে জড়িয়ে পড়লেও কাফির হয়ে যায় না। সেজন্য তাদের সালাম দেওয়া যায়। তবে যদি বুঝা যায় যে, সালাম না দিলে সে লজ্জায় সংশোধন হ’তে পারে তাহ’লে তাকে সালাম দেওয়া থেকে বিরত থাকতে পারে। সুতরাং সূদখোরকে সালাম দেওয়া বা না দেওয়া পরিস্থিতির উপর নির্ভর করবে (শায়খ বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২১/৫৩)।
প্রশ্নকারী : যাহীন, সিলেট।