উত্তর
: মসজিদ ও ঈদগাহের মত পবিত্র স্থানের সম্মান ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বিনষ্ট
হয়, এমন কোন খেলা-ধুলা জায়েয নয়। তবে সাধারণ খেলা-ধূলা বা শরীরচর্চা যা
ছালাতের সময় নষ্ট করে না, সেগুলি জায়েয। রাসূল (ছাঃ)-এর যামানায় হাবশী
যোদ্ধারা মসজিদে শরীর চর্চা করেছিলেন (বুখারী হা/৪৫৪; মুসলিম হা/৮৯২)। রাসূল (ছাঃ) তাদেরকে নিষেধ করেননি। যা প্রমাণ করে যে, সাময়িকভাবে মসজিদসহ যেকোন স্থানে বৈধ শরীর চর্চা করা জায়েয (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২২/২০৪; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/৩০৯)।
প্রশ্নকারী : শামীম আহমাদ, দোলেশ্বর, ঢাকা।