উত্তর : ইসলামে আত্মীয়তার হক মূলত রক্তের সম্পর্কের উপর প্রতিষ্ঠিত। আর বংশ নির্ধারিত হয় পিতৃ-সূত্রে। অতএব পিতার দ্বিতীয় সংসারের সন্তানগণ অর্থাৎ সৎ ভাই-বোনেরা প্রথম অগ্রাধিকার পাবে। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি প্রশস্ত জীবিকা ও দীর্ঘ জীবন কামনা করে, সে যেন নিকটাত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করে (বুখারী হা/৫৯৮৫; মিশকাত হা/৪৯১৮)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, বেল্লোনো, ইতালী।