উত্তর : পিতার অনুপস্থিতে প্রাপ্তবয়স্ক ভাইয়েরা বোনের অভিভাবক হ’তে পারে। এক্ষণে বোনের বৈধ ইচ্ছায় ভাইয়েরা বাধা হয়ে দাঁড়ালে পরবর্তী অভিভাবক তথা দাদা, চাচারা অভিভাবক হয়ে বিয়ের ব্যবস্থা করবে (ইবনু কুদামাহ, মুগনী ৭/৭-৮; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৮/১৪৭)। তারাও অপারগতা প্রকাশ করলে স্থানীয় জনপ্রতিনিধি তথা মেম্বার বা চেয়ারম্যান অভিভাবক হয়ে বিয়ের ব্যবস্থা করে দিবে। রাসূল (ছাঃ) বলেন, ‘যাদের কোন অভিভাবক নেই, তাদের জন্য রাষ্ট্র বা কর্তৃপক্ষ অভিভাবক হয়ে বিয়ের ব্যবস্থা করবে (আবুদাউদ হা/২০৮৩; মিশকাত হা/৩১৩১, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : তাজুল ইসলাম, গাজীপুর।