উত্তর : এ ধরনের মসজিদে ছালাত আদায় করার কারণে ছালাতে একাগ্রতা নষ্ট হলে ইমাম পাপী হবে। তবে মুক্তাদীর ছালাত হয়ে যাবে (বুখারী হা/৬৯৪; মিশকাত হা/১১৩৩ ‘ইমামের কর্তব্য’ অনুচ্ছেদ)।
আর ছালাতের সময় হয়ে গেলে একাকী আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করে নিতে হবে।
পরে তাদের সাথে পড়তে সক্ষম হলে শামিল হওয়া যাবে। তবে পরবর্তী ছালাতটি নফল
বলে গণ্য হবে (মুসলিম হা/১৪৯৭)।