উত্তর : এ মর্মে বর্ণিত হাদীছটি মওযূ‘ বা জাল (আলবানী, সিলসিলা যঈফাহ হা/৬২০)। তবে কাছাকাছি মর্মে একটি হাদীছে বর্ণিত হয়েছে যে, একদা রাসূল (ছাঃ) ছাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আজ তোমাদের মধ্যে কে ছিয়াম পালনকারী হিসাবে সকাল করেছে? উত্তরে আবুবকর (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল, আমি। অতঃপর রাসূল বললেন, আজ তোমাদের মধ্যে কে জানাযায় শরীক হয়েছে? তিনি বললেন, আমি। রাসূল (ছাঃ) আবার বললেন, কে কোন মিসকীনকে খাইয়েছে? আবুবকর বললেন, আমি। অতঃপর রাসূল (ছাঃ) কেউ রোগী দেখতে গেছে কি-না জিজ্ঞেস করলে তিনিই বললেন, আমি হে আল্লাহর রাসূল! এবার রাসূল বললেন, একদিনে এতগুলি সদগুণ যার মধ্যে একত্র হবে, সে অবশ্যই জান্নাতে যাবে’ (মুসলিম হা/১০২৮; ছহীহাহ হা/৮৮)।