উত্তর : খাৎনা ইসলামের নিদর্শনমূলক সুন্নাতসমুহের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সুন্নাত (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৪২০)।
অতএব অন্যান্য শারঈ বিধানের মতই এ বিধানটিকে শরী‘আত মোতাবেক পালন করা
আবশ্যক। নচেৎ সুন্নাত আমলটিও গোনাহে পরিণত হয়ে যাবে। নবী করীম (ছাঃ) ও
ছাহাবায়ে কেরামের যুগে খাৎনার জন্য বিশেষ কোন অনুষ্ঠানের প্রমাণ পাওয়া যায়
না। রাসূল (ছাঃ) বলেন, ‘আমাদের দ্বীনের ব্যাপারে যে এমন রীতি সৃষ্টি করল যা
তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪০)।