উত্তর : এরূপ মালের যাকাত কবুল হবে না। রাসূল (ছাঃ) বলেন, ‘বিনা ওযূতে ছালাত কবুল হয় না এবং খেয়ানত বা হারাম মালের ছাদাক্বা কবুল হয় না’ (মুসলিম হা/২২৪; মিশকাত হা/৩০১)। তিনি বলেন, ‘যে ব্যক্তি হারাম মাল সঞ্চয় করল এবং তা দ্বারা ছাদাক্বা করল। তার জন্য কোন নেকী নেই। বরং এর গোনাহ তার উপরেই বর্তাবে’ (ছহীহ ইবনু হিববান হা/৩৩৬৭; ছহীহ আত-তারগীব হা/৮৮০)। কোন কারণবশতঃ এরূপ হারাম সম্পদ জমা হয়ে গেলে নেকীর আশা ব্যতীত তা জনকল্যাণ মূলক খাতে দান করে দিবে।