উত্তর : মেয়ে বা নাতনী অসহায় হয়ে থাকলে মা তাদের প্রতি অতিরিক্ত অর্থ খরচ করতে পারেন। কারণ পিতার মৃত্যুর পর তার পেনশনের মালিক এক মাত্র মাতা। আর মা তার সম্পদ ব্যয়ের ব্যাপারে স্বাধীন। তবে মেয়ে অসহায় না হ’লে অতিরিক্ত অর্থ একপাক্ষিকভাবে কেবল তাকেই দান করা যাবে না। বরং সন্তানদের দান বা হেবা করার ক্ষেত্রে অবশ্যই ইনছাফ করতে হবে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা তোমাদের সন্তানদের মধ্যে উপহার প্রদানে সমতা রক্ষা কর, যেমন তোমরা পসন্দ কর যে, তারা তোমাদের সাথে সদাচরণ ও ভালোবাসার ক্ষেত্রে সমতা রক্ষা করবে’ (ত্বাবারাণী, ছহীহুল জামে‘ হা/১০৪৬)।
প্রশ্নকারী : মুনীরা বেগম, ঢাকা।