দাখিল পরীক্ষায় মারকাযের ছাত্র-ছাত্রীদের বৃত্তি লাভ : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালে দাখিল পরীক্ষায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ৫ জন ‘ট্যালেন্টপুলে’ এবং ৪ জন ‘সাধারণ গ্রেড’ সহ মোট ৯ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তি লাভকারী বালক শাখার মুহাম্মাদ মুছাদ্দেক হোসাইন (দিনাজপুর)। বালিকা শাখা থেকে মুসাম্মাৎ মা‘রূফা খাতুন (রাজশাহী), সানজিদা ইসলাম (রাজশাহী), মুসাম্মাৎ জান্নাতুল মাওয়া (দিনাজপুর) ও রুমানা জান্নাত (মেহেরপুর)।
সাধারণ গ্রেডে বৃত্তি লাভকারীর হচ্ছে মাহী মাহদী (রাজশাহী), আতীকুর রহমান যাকারিয়া (নওগাঁ), আব্দুল হাদী (চাঁপাই নবাবগঞ্জ) ও মুহাম্মাদ সাইমুম ইসলাম সালমান (রাজশাহী)।