আশ্চর্যের হ’লেও
সত্য যে, বোতলে ভরে বিশুদ্ধ বাতাস বিক্রি হচ্ছে নিউজিল্যান্ডে। ডেইলী
মেইলের প্রতিবেদনে বলা হয়, তাদের প্রতিনিধি দেশটির অকল্যান্ড আন্তর্জাতিক
বিমানবন্দরে দেখতে পায় পিওর ফ্রেশ নিউজিল্যান্ড এয়ার নামের একটি
প্রতিষ্ঠানের ৪ বোতল বাতাস বিক্রি হচ্ছে ৯৮ ডলারে। দেশটিতে বিশুদ্ধ বাতাসের
প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বোতলজাত বাতাস বাজারে আনে তারা। বাজারজাত
করার পর বেশ ভালোই সাড়া পাচ্ছে প্রতিষ্ঠানটি। আর ঐ বোতলজাত বিশুদ্ধ বাতাস
বিক্রি করে ভালো দাম পাচ্ছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।
নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপে মেঘের খুব কাছাকাছি এমন উচ্চতা
থেকে বাতাস বোতলজাত করা হয় বলে জানানো হয়। প্রতিষ্ঠানটি বলছে, ‘আপনি জীবনভর
যে বাতাস নিঃশ্বাস হিসাবে গ্রহণ করেছেন তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এটি’।
[মানুষের হাত যখন পড়েছে তখন বিশুদ্ধ পানীয়ের নামে যেমন ভেজাল পানি বিক্রি হচ্ছে তেমনি এটাও না জানি কখন ভেজাল বাতাসের বোতলে পরিণত হয়। আমরা এই উদ্যোগ নেওয়ার জন্য ঢাকাবাসীর প্রতি আহবান জানাই (স.স.)]