‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পুঠিয়া উপযেলার প্রচার সম্পাদক ও ধোকড়াকুল এলাকার সভাপতি আমীরুদ্দীন মুন্সী (৭১) গত ৩রা ডিসেম্বর’১৬ শনিবার সকাল সাড়ে ১০-টায় রাজশাহীর লক্ষ্মীপুরস্থ সিডিএম হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৬ পুত্র ও ৩ কন্যা রেখে যান। গত ১লা ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জমিজমা দেখার জন্য মাঠে গিয়ে তিনি ব্রেন স্ট্রোক হয়ে পড়ে যান। সেখান থেকে তাকে নিয়ে এসে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অতঃপর তাকে লক্ষ্মীপুরস্থত সিডিএম হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ঐ দিন বাদ যোহর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীতে তার ১ম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এ সময় ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা সভাপতি ডাঃ ইদ্রীস আলী এবং মাদরাসার ছাত্র ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অতঃপর তার নিজ গ্রাম পুঠিয়া উপযেলার ধোকড়াকুলে নিয়ে যাওয়া হয়। বাদ আছর ধোকড়াকুল উচ্চ বিদ্যালয় মাঠে তার ২য় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা ছালাতে ইমামতি করেন পুঠিয়া উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মুহাম্মাদ ইলিয়াসুদ্দীন। এ সময় রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাজী আইয়ূব আলী, সাধারণ সম্পাদক মাষ্টার সিরাজুল ইসলাম, দফতর সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান সহ ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র রাজশাহী-পূর্ব যেলা এবং পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট, বাঘা উপযেলা ও তাহেরপুর এলাকার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় অংশগ্রহণ করেন। অতঃপর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

[আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]






যুবসংঘ যুবসমাবেশ (চাঁদপুর, বিরামপুর, দিনাজপুর-পূর্ব; সাতক্ষীরা; বগুড়া; নীলফামারী-পশ্চিম; রাজশাহী-পশ্চিম)
মজলিসে আমেলা ও শূরা পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আমীরে জামা‘আতের ছয়দিন ব্যাপী ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী সফর
হাদীছ ফাউন্ডেশন পাঠাগার উদ্বোধন, তা‘লীমী বৈঠক, মসজিদ উদ্বোধন, মাদ্রাসা উদ্বোধন
মারকায সংবাদ
মাইক্রোবাস পুড়ে রাজশাহীতে ১৭ জনের মৃত্যু
মারকায সংবাদ (দাখিল পরীক্ষার ফলাফল)
সোনামণি
মাসিক তাবলীগী ইজতেমা
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে সকলে এগিয়ে আসুন!
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী মুহাম্মাদ (ছাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর বিরুদ্ধে (মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ)
আরও
আরও
.