বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিছ ও ফক্বীহ, প্রখ্যাত সালাফী বিদ্বান শায়খ মুহাম্মাদ বিন আলী বিন আদম আল-আছয়ূবী (৭৪) গত ৮ই অক্টোবর’২০ বৃহস্পতিবার সকালে মক্কাস্থ আন-নূর হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিঊন। জামিউল মুহাজিরীন মসজিদে মাগরিবের ছালাতের পর তাঁর প্রথম জানাযা এবং এশার পর মসজিদুল হারামে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে শুহাদাউল হারাম কবরস্থানে দাফন  করা হয়।

শায়খ মুহাম্মাদ আছয়ূবী ১৯৪৬ সালে ইথিওপিয়ায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তাঁর পিতা আল্লামা আলী বিন আদম (রহঃ) আফ্রিকা অঞ্চলের একজন খ্যাতিমান আলেম ছিলেন। সেকারণ পিতার নিকটেই তিনি সবচেয়ে বেশী ইলম অর্জন করেন। পিতার নিকট থেকে তিনি বিভিন্ন হাদীছ গ্রন্থের ‘ইজাযাহ’ গ্রহণ করেন। এছাড়া ইলমের বিভিন্ন শাখায় পারদর্শিতা অর্জনের জন্য হাবশার বড় বড় বিদ্বানদের সাহচর্যে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন।

১৯৮১ সালে তিনি মক্কায় হিজরত করেন এবং মক্কাস্থ দারুল হাদীছ আল-খায়রিয়াহ-এ শিক্ষাদান শুরু করেন। তিনি চার দশক সঊদীতে অবস্থান করে ইলমে দ্বীনের পঠন-পাঠন ও হাদীছের ব্যাখ্যাগ্রন্থ সমূহ রচনায় নিজেকে ব্যাপৃত রাখেন।

তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, (১) ছহীহ মুসলিমের ব্যাখ্যাগ্রন্থ আল-বাহরুল মুহীত আছ-ছাজ্জাজ, যা ৪৫ খন্ডে প্রকাশিত হয়েছে। (২) সুনানে নাসাঈ-এর ব্যাখ্যাগ্রন্থ যাখীরাতুল উক্ববা, যা ৪২ খন্ডে প্রকাশিত হয়েছে। গ্রন্থটি সম্পর্কে শায়খ নাছিরুদ্দীন আলবানী (রহঃ) বলেন, ‘সুনানে নাসাঈর উপর এরূপ আর কোন ব্যাখ্যাগ্রন্থ আছে বলে আমার জানা নেই’। (৩) সুনান ইবনু মাজাহর ভাষ্যগ্রন্থ মাশারিকুল আনওয়ার আল-ওয়াহ্হাজাহ ওয়া মাতালিউল আসরার আল-বাহ্হাজাহ (৪ খন্ড)। (৪) ইতহাফুন নাবীল বিমুহিম্মাতি ইলমিল জারহ ওয়াত তা‘দীল প্রভৃতি। এছাড়া ইলমুল হাদীছ, ফিক্বহ, নাহু, ছরফ, বালাগাত, উছূল, মানতিক, সাহিত্য প্রভৃতি বিষয়ে তাঁর ৪০-এর বেশী গ্রন্থ প্রকাশিত হয়েছে।






আরও
আরও
.