ইসলাম তুমি সত্যের দিশা মানবতার সমাধান

সকল অন্যায়ের প্রতিবাদী তুমি অহি-র সংবিধান।

ইসলাম তুমি শান্তির ধর্ম অভ্রান্ত কুরআনের বাণী

তোমার তুল্য নয় সারা বিশ্বে যত গ্রন্থ আছে জানি।

ইসলাম তুমি আত্মশুদ্ধির চির শান্তির আকর

তোমার আগমনে দূর হ’ল জাহেলিয়াত যা ছিল পূর্বাপর।

ইসলাম তুমি হেরা গুহায় আসা স্রষ্টার অমিয় বাণী

হযরত মুহাম্মাদ (ছাঃ)-এর উপর হয়েছিল নাযিল

জিব্রীল (আঃ) দিয়ে ছিল আনি।

ইসলামী সংবিধান আল্লাহর দেওয়া মানব রচিত নয়

যুগ-যুগান্তর কাল-মহাকালে হয়েছে দ্বীনের জয়।

ইসলাম তুমি সত্য সন্ধানী মিথ্যাকে দাও না প্রশ্রয়

তোমার ছায়ায় লুকিয়ে আছে মানবতা

যুগে-যুগে নিয়েছে আশ্রয়।

এফ.এম.নাছরুল্লাহ

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।






আরও
আরও
.