উত্তর : যেকোন সময় ছালাত আদায়কালে মুখ বা মুখমন্ডল খোলা রাখবে। কারণ আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) ছালাতরত অবস্থায় মুখমন্ডল ঢাকতে নিষেধ করেছেন (আবুদাউদ হা/৬৪৩; ইবনু মাজাহ হা/৯৬৬, সনদ ছহীহ)। তবে কারণবশত সাময়িকভাবে মুখমন্ডলের কিছু অংশ আবৃত করলে ছালাতের কোন ক্ষতি হবে না (ইবনু আব্দিল বার্র, আল-ইনছাফ; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১১/১১৪)।
প্রশ্নকারী : মু‘আয, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।