উত্তর : মসজিদে সমাজ কল্যাণমূলক যেকোন কাজের ঘোষণা দেওয়া যাবে। যেমন টিকাদান কর্মসূচী, দারসের ঘোষণা, মক্তবের শিক্ষার্থীদের আহবান, কারো সন্তান হারালে সেটি সন্ধানে ঘোষণা ইত্যাদি। তবে মসজিদে ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোন ঘোষণা দেওয়া যাবে না। যেমন হারানো বস্ত্ত খোঁজা, ব্যবসায়িক কার্যক্রম, হজ্জ কাফেলার ঘোষণা ইত্যাদি (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/২৭০; উছায়মীন, লিক্বাউল বাবিল মাফতূহ ১০/১৫১; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৮/৪২৮)।
প্রশ্নকারী : নিযামুদ্দীন, মোহনপুর, রাজশাহী।