৯ই নভেম্বর শনিবার শিমুলবাড়ী সালাফিইয়াহ মাদ্রাসা ময়দান, সাঘাটা, গাইবান্ধা : অদ্য সকাল ১০-টা হ’তে যেলার সাঘাটা উপযেলাধীন শিমুলবাড়ী মা‘হাদ ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) সালাফিইয়াহ মাদ্রাসা ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন’ গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে অনুষ্ঠিত লাখো জনতার উপচেপড়া যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব সমবেত জনসমূদ্রের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি সূরা হামীম সাজদাহর ৩৩ আয়াত তেলাওয়াত করে বলেন, নবী-রাসূলগণের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ছিল পথভোলা মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা। যিনি নিঃস্বার্থভাবে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবেন, মানুষকে আল্লাহর পথে সংগঠিত করবেন, তিনিই আল্লাহর প্রশংসিত পথে পরিচালিত বলে গণ্য হবেন।

তিনি শিমুলবাড়ীর স্মৃতিচারণ করে বলেন, এই মাদ্রাসা পরিচালনার জন্য আমরা ২৮ বিঘা জমি ক্রয় করেছিলাম কুয়েতী দাতা সংস্থার মাধ্যমে। কিন্তু অনেকেই সেগুলি অন্যায়ভাবে ভোগ করছেন। যাদের কাছে এগুলো আছে, তারা মাদ্রাসাকে ফেরত দিন। নইলে আল্লাহর কাঠগড়ায় বাঁচতে পারবেন না।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে ভাষণ দেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ঢাকার মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কালাম, আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাওলানা ফযলুর রহমান, যুববিষয়ক সম্পাদক মুহাম্মাদ মশীউর রহমান, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক তাসলীম সরকার, নারায়ণগঞ্জ যেলার সাবেক সভাপতি মাওলানা শফীকুল ইসলাম, যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ ইউনুস, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মুরাদ, গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, সাধারণ সম্পাদক মুস্তাফীযুর রহমান, রংপুর-পশ্চিম যেলার সভাপতি মুহাম্মাদ মুতীউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু রায়হান ও গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ শিহাবুদ্দীন। এ দিন মুহতারাম আমীরে জামা‘আতকে সম্মেলন ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সভাপতি মশীউর রহমান সাগর ও সাধারণ সম্পাদক বায়তুর রহমান আমীরে জামা‘আতের প্রতিষ্ঠিত শিমুলবাড়ী মাদ্রাসার সুদীর্ঘ দ্বিতল ভবনের ছবি সম্বলিত ক্রেস্ট উপহার দেন।

উল্লেখ্য যে, আমীরে জামা‘আতের অসুস্থতার কারণে সম্মেলন কর্তৃপক্ষ হেলিকপ্টারে করে তাঁকে নিয়ে যান। যা দুপুর ২-৫৫ মিনিটে রাজশাহী এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে ৩.৩০ মিনিটে শিমুলবাড়ী মাদ্রাসার নিকটবর্তী নদীতীরে অবতরণ করে। এতে তাঁর সঙ্গী ছিলেন ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম ও ড. সাখাওয়াত হোসাইন। উল্লেখ্য যে, মুহতারাম আমীরে জামা‘আত ইতিপূর্বে গাইবান্ধা যেলায় ৩৪টি মসজিদ, দুই শতাধিক টিউবয়েল, নুরা জাহিম হাসপাতাল স্থাপন ও ব্যাপক হারে বন্যাত্রাণ বিতরণ করেছেন।







৩২তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
সংগঠন সংবাদ
আলোচনা সভা (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংগঠন সংবাদ
গাযার নির্যাতিত মুসলমানদের জন্য ত্রাণ প্রেরণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রকৃত ইসলামী শিক্ষাই সমাজে শান্তি আনতে পারে - -আমীরে জামা‘আত
সকল বাধা অতিক্রম করে আহলেহাদীছ আন্দোলন চালিয়ে যান - -আমীরে জামা‘আত
কেন্দ্রীয় শিক্ষা সফর ২০২৪ (পতেঙ্গা ও মীরসরাই, চট্টগ্রাম)
ইসলামী সম্মেলন
যেলা সম্মেলন : জয়পুরহাট (জীবনের উদ্দেশ্য পূরণে ব্রতী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
শিক্ষা সফর ২০১৯ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আরও
আরও
.