ড্রোনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। নতুন একটি কোম্পানি ‘স্কাই বিজ’ এই ড্রোন তৈরি করবে। এসব ড্রোন মূলত বিদেশে রফতানী করা হবে। ড্রোনের কারখানার জমির জন্য বাংলাদেশ রফতানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে গত ৩রা অক্টোবর চুক্তি করে প্রতিষ্ঠানটি। কারখানাটি হবে চট্টগ্রামের মিরসরাই উপযেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেপজা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ভেতরে। এজন্য প্রায় ৫৫০ কোটি টাকা বিনিয়োগ করবে স্কাই বিজ। কৃষিক্ষেত্রে কীটনাশক স্প্রে, অগ্নিনির্বাপণ, দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ কার্যক্রমে সফলতা বাড়াতে কাজ করবে এসব ড্রোন।

আগামী বছরের শুরু দিকেই তারা বাণিজ্যিকভাবে ড্রোন উৎপাদন শুরু করবে। প্রতি বছর ৭ হাযার ৩১৪টি ড্রোন তৈরি ও রফতানির পরিকল্পনা রয়েছে তাদের। যার মূল্য হ’তে পারে ১৬৯ মিলিয়ন ডলার বা প্রায় ২ হাযার ৩০০ কোটি টাকা।

স্কাই বিজের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আসলে কতগুলো আত্মবিশ্বাসী তরুণের স্বপ্ন এটি। তাদের সমন্বিত প্রচেষ্টা ও উদ্ভাবনের আকাঙ্ক্ষা আমাদের স্বপ্ন দেখিয়েছে।







আরও
আরও
.