উত্তর : এরূপ কোন বর্ণনা পাওয়া যায় না। তবে মূসা (আঃ) তার দলবল নিয়ে যখন নদী অতিক্রম করে চলে যান। তারা আর মিসরে ফিরে আসেননি। বরং ফিলিস্তীনের উদ্দেশ্যে রওয়ানা দেন এবং রাস্তায় মূর্তিপূজক সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ হয়। এরই মধ্যে আল্লাহ তা‘আলা চল্লিশ দিনের জন্য বিশেষ ইবাদত পালন ও তাওরাত প্রদানের উদ্দেশ্যে মূসা (আঃ)-কে তূর পর্বতে আহবান করেন। তিনি সেখানে চল্লিশ দিন অবস্থান করে তাওরাত নিয়ে ফিরে আসেন। তিনি দেখতে পান তাঁর সম্প্রদায়ের কিছু লোক গো-বৎস পূজায় জড়িয়ে পড়েছে। মূসা (আঃ) সম্পর্কে ঘটনাবলী এভাবেই বর্ণিত হয়েছে (বাক্বারাহ ২/৫১; আ‘রাফ ৭/১৩৮, ১৪২-১৪৫)।
প্রশ্নকারী : মোরশেদ, ত্রিশাল, ময়মনসিংহ।