উত্তর :
কোন বাধা নেই। তবে আছরের ছালাতের পূর্বে সময় থাকলে প্রথমে যোহর পড়বেন। আর
আছরের জামা‘আত শুরু হয়ে গেলে জামা‘আতে শরীক হয়ে পরে যোহরের ক্বাযা আদায়
করবেন। কেননা ক্বাযা ছালাতের কোন নিষিদ্ধ সময় নেই। বরং স্মরণ হওয়া মাত্রই
আদায় করতে হবে’ (মুসলিম, মিশকাত হা/৬০৩, ৬০৪)। এছাড়া রাসূল (ছাঃ) যোহরের সুন্নাত ক্বাযা হওয়ায় তা আছরের পর আদায় করেছেন (বুখারী হা/৪৩৭০, মুসলিম হা/৮৩৪, মিশকাত হা/১০৪৩)।