উত্তর : বিশ্রামের জন্য ব্যবস্থা করা কল্যাণের কাজ। ওমর (রাঃ) মসজিদে নববীর সামনে লোকদের খোশগল্প করার জন্য একটি বারান্দা নির্মাণ করে দিয়েছিলেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি অনর্থক কথা, কবিতা পাঠ কিংবা উচ্চ স্বরে কথা বলতে চায়, সে যেন ঐ স্থানে চলে যায়’ (মুওয়াত্ত্বা মালেক হা/৯৩; বায়হাক্বী হা/২০২৬৬; মিশকাত হা/৭৪৫)। অতএব কোন ব্যক্তি সৎনিয়তে উক্ত বিশ্রামাগার নির্মাণের পর কেউ সেখানে অনর্থক কথা বললে সেজন্য ব্যক্তি গুনাহগার হবে, নির্মাণকারী নয়।
প্রশ্নকারীঃ আবু জা‘ফর, খুলনা।