শত মাযলূম জেগেছে আজ জাগো বিশ্ব মুসলমান,

তরবারীতে দাওগো শান, উঠুক না ফের ঝড়-তুফান।

ঘর-বাড়িতে বসে থাকার সময় নেই গো বন্ধু আর,

সম্মুখপানে চেয়ে দেখ খোলা আছে শুধু সমর-দ্বার।

মরুর বুকের সিংহ শিকারী মহানায়ক হামযাহ বীর,

তাঁরই মতো আমরা হব সত্য-ন্যায়ের ভীম-প্রাচীর।

আলী যেমন দুর্গ-কপাট ঢাল হিসাবে নেন তুলে,

তেমনি মোরা যত বাধা, দুর্বলতা যাই ভুলে।

ময়দানে ফের নামব মোরা, নেতা মোদের বীর খালিদ,

বজ্রকন্ঠে তুলব শ্লোগান, হয়ত গাযী নয় শহীদ।

-মুহাম্মাদ উবাইদ খান রাহাত

বাসাইল, টাঙ্গাইল।







আরও
আরও
.