উত্তরঃ সুতরা
অর্থ আড়াল করার বস্ত্ত। মুছল্লীর দাঁড়ানো অবস্থার পায়ের অগ্রভাগ থেকে
সম্মুখ ভাগের দৃষ্টিসীমা পর্যন্ত সুতরা। এতটুকু দূরত্বের বাহির দিয়ে
যাতায়াত করতে কোন বাধা নেই। যদিও সুতরা ব্যবহার না করা হয়। রাসূলুল্লাহ
(ছাঃ) মক্কা বিজয়ের দিন কা‘বা ঘরে প্রবেশ করে সম্মুখ দেওয়াল থেকে কাছাকাছি
তিন হাত দূরত্বে থেকে ছালাত আদায় করেন (বুখারী হা/৫০৬ ‘ছালাত’ অধ্যায়; নাসাঈ হা/৭৫০; আহমাদ হা/৫৮৫১, ২৩৩৭৭)।