প্রশ্ন (২৪/১৪৪) : আমি অসুস্থ থাকাবস্থায় শাশুড়ি আমার কপাল ও মাথা টিপে দেন এবং বাধ্যগত অবস্থায় আমার শাশুড়ির সাথে একই রিক্সায় হাসপাতালে যাই। এক্ষেত্রে আমি গোনাহগার হয়েছি কি?
120 বার পঠিত
উত্তর : শাশুড়ি মাহরাম (নিসা ৪/২) হ’লেও সব মাহরাম সমান নয়। অতএব স্পর্শকাতর বিষয়গুলো থেকে বেঁচে থাকাই উত্তম। তাই সাধ্যমত সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিজেকে হেফাযত করতে হবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৭/৩৬৫-৬৬)।