উত্তর : তিরমিযী বর্ণিত উক্ত হাদীছটি অন্যান্য সমার্থক হাদীছের কারণে ছহীহ (আলবানী, ছহীহ তিরমিযী হা/২৬৯৯)।
আর তা হ’ল যেমন, السَّلاَمُ قَبْلَ السُّؤَالِ، مَنْ بَدَأَ بِالسُّؤَالِ
قَبْلَ السَّلامِ فَلا تُجِيْبُوْهُ ‘প্রশ্নের পূর্বেই সালাম। যে ব্যক্তি
সালাম না দিয়ে প্রশ্ন শুরু করবে, তোমরা তার উত্তর দিয়ো না’ (ইবনু আদী, ত্বাবারাণী, সনদ হাসান)।
অন্য বর্ণনায় এসেছে, لاَ تَأْذَنُوْا لِمَنْ لَمْ يَبْدَأْ بِالسَّلاَمِ
‘যে ব্যক্তি সালাম দিয়ে শুরু করবে না তাকে অনুমতি দিয়ো না’ (বায়হাক্বী, শু‘আবুল ঈমান হা/৮৮১৬; সনদ হাসান)। এছাড়াও উক্ত মর্মে আরো হাদীছ বর্ণিত হয়েছে (দ্রঃ সিলসিলা ছহীহাহ হা/৮১৬-১৯)।