আনন্দনগর, নওগাঁ ৮ই ডিসেম্বর বুধবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন আনন্দনগর আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি নওগাঁ যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও আবু রায়হান। সভায় জাহাঙ্গীর আলমকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট নওগাঁ যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।






আরও
আরও
.