২৭শে নভেম্বর বুধবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য সকাল ১০-টায় নওদাপাড়া মারকাযী জামে মসজিদে দাওরায়ে হাদীছ ১০ম ব্যাচ-এর শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সমাপনী দরস প্রদান করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। মুহতারাম আমীরে জামা‘আত তার দরসে ইমাম আবূদাঊদ (রহঃ)-এর বর্ণনা উল্লেখ করে বলেন, আমি রাসূল (ছাঃ)-এর ৫ লক্ষ হাদীছ বাছাই করি। অতঃপর তার মধ্য থেকে আহকাম বিষয়ক ৪ হাযার ৮ শত হাদীছ জমা করি। যুহদ ও ফাযায়েল বিষয়ে কোন হাদীছ জমা করিনি। কেননা আমি মনে করি, দ্বীনের জন্য কেবল চারটি হাদীছই যথেষ্ঠ। (১) ‘সকল আমল নিয়তের উপর নির্ভরশীল’। (২) ‘সুন্দর ইসলাম হ’ল অনর্থক কথা ও কাজ পরিহার করা’। (৩) ‘মুমিন কখনো প্রকৃত মুমিন হ’তে পারে না, যতক্ষণ না সে অপরের জন্য ঐ বস্ত্ত পসন্দ করে, যা সে নিজের জন্য পসন্দ করে’। (৪) ‘হালাল স্পষ্ট ও হারাম স্পষ্ট’ (মুক্বাদ্দামা আবুদাঊদ)

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও মারকাযের পরিচালনা কমিটি সহ-সভাপতি অধ্যাপক আব্দুল লতীফ, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ডে’র চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, মারকাযের শিক্ষক মন্ডলী ও ছাত্রবৃন্দ। 







আরও
আরও
.