করোনা সংক্রমণরোধ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পরিধান অত্যন্ত যরূরী। আর হিজাবধারী স্বাস্থ্যকর্মীদের ও পেশাদার চিকিৎসকদের সুরক্ষার জন্য নতুন ডিজাইনের ‘পিপিই হিজাব’ তৈরী করেছে যুক্তরাজ্যের কনটেকস মেডিকেল। কনটেকসের প্রধান নির্বাহী পিট জার্ভিস বলেন, ‘আমরা অত্যন্ত দ্রুত উপলব্ধি করি যে সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য পিপিই ধর্মীয় বা সাংস্কৃতিকভাবে বিশ্বাসীদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য ছিল না।

তাছাড়া এটি কেবল মেডিকেলের পরিবেশের জন্য সীমিত নয়, বরং তা যেকোন পরিবেশের জন্য ব্যবহারযোগ্য। পিপিই হিজাব এক বারই ব্যবহার করা যায়। তবে বিভিন্ন উপাদানের সাহায্যে তা পুনরায় ব্যবহার করা যেতে পারে। প্রথমে তা ইউনিভার্সিটি হসপিটালস বার্মিংহাম (ইউএইচবি)-এর কর্মীদের জন্য তৈরী করা হয়। পরবর্তীতে কনটেকস মেডিকেল তা সবার জন্য তৈরী শুরু করে।

ইসলামের বিধান মতে নারীদের পোশাক কোড হিসাবে পুরো দেহ অতিরিক্ত কাপড় দিয়ে ঢাকা আবশ্যক। যুক্তরাজ্যের মুসলিম স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত তৈরীতে এটিই নতুন পদক্ষেপ নয়। বরং এর আগে মিনেসোটার ফ্যাশন ডিজাইনার হেলাল ইবরাহীম একটি স্যানিটারী হিজাব তৈরী করেছিল যা পুনর্ব্যবহারযোগ্য ও নিরাপদ।

[বাংলাদেশী মহিলা চিকিৎসকদের জন্য এরূপ ব্যবস্থা নেই কেন? (স.স.)।






আরও
আরও
.