পশ্চিমবঙ্গের বিখ্যাত ইতিহাসবিদ, বুদ্ধিজীবী ও গবেষক গোলাম আহমাদ মোর্তজা (৮৩) গত ১৫ই এপ্রিল ভোর সাড়ে ৩-টায় কলকাতার জিডি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্ল­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। তিনি ৬ পুত্র ও এক কন্যা, দেশ ও দেশের বাইরে অসংখ্য ভক্ত ও অনুরাগী রেখে গেছেন।

১৯৩৮ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান যেলার মেমারিতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ইতিহাসের অনেক অজানা অধ্যায় বাংলাভাষী পাঠকদের সামনে তুলে ধরেন। বিশেষতঃ তাঁর ‘চেপে রাখা ইতিহাস’ বইটি গোটা বাংলাজুড়ে ঝড় তুলে। এছাড়া তাঁর লিখিত ‘বাজেয়াপ্ত ইতিহাস’, ‘ইতিহাসের ইতিহাস, ‘এ এক অন্য ইতিহাস’, ‘রক্তাক্ত ডায়েরী’, ‘বজ্র কলম’, ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়’, ‘এ সত্য গোপন কেন?’ ইত্যাদি ব্যাপকভাবে পঠিত। তিনি পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশে সমানভাবে সমাদৃত ছিলেন।

তিনি পবিত্র কুরআনের অনুবাদও করেন। তিনি একদিকে ছিলেন যেমন সুবক্তা ও সুলেখক, তেমনি ছিলেন সফল সমাজকর্মী। তাঁর উদ্যোগে মেমারিতে গড়ে ওঠে জামে‘আ ইসলামিয়া মদীনাতুল উলূম মাদ্রাসা এবং মামূন ন্যাশনাল স্কুল। তিনি প্রথাগত শিক্ষার ঊর্ধ্বে উঠে কর্মমুখী শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

[আমরা মাইয়েতের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]






আরও
আরও
.