উত্তর :
নকশাযুক্ত জায়নামাযে ছালাত আদায় করা ঠিক নয়। কারণ এতে ছালাতের একাগ্রতা
নষ্ট হওয়ার আশংকা থাকে। একদা রাসূলুল্লাহ (ছাঃ) নকশাযুক্ত চাদরে ছালাত আদায়
করছিলেন এবং নকশার কারণে তাঁর ছালাতের একাগ্রতা বিনষ্ট হয়। ফলে ছালাত শেষে
তিনি বলেন, চাদরটি আবু জাহমের নিকট দিয়ে আস (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৭৫৭)।