মিশিগান ইউনিভার্সিটির গবেষণা
১১ মাস আগেই জানা যাবে ঢাকায় কলেরা প্রাদুর্ভাবের সতর্ক সংকেত
যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটির একদল গবেষক এমন একটি পূর্বাভাষ মডেল আবিষ্কার করেছেন, যা ঢাকায় কলেরার প্রাদুর্ভাব হওয়ার ১১ মাস আগেই আগাম সতর্ক সংকেত দিতে সক্ষম। এর ফলে কলেরা রোগের ব্যাপারে আগাম প্রস্ত্ততি নেয়া যাবে এবং রোগীদের উপযুক্ত চিকিৎসা দেয়া সম্ভব হবে।
কলেরার পূর্বাভাস দেয়ার নতুন এই মডেলটি ঢাকা শহরের কলেরা রোগের ওপর ভিত্তি করে আবিষ্কার করা হয়েছে। ঢাকা শহরের কয়েক বছরের জলবায়ুর পরিবর্তনশীলতা এবং স্থানিক অবস্থানের উপর ভিত্তি করে এ রিপোর্ট তৈরী হয়েছে। বর্তমানে ঢাকা মহানগরীতে প্রায় ১ কোটি ৪০ লাখ লোক বসবাস করে।
মিশিগান ইউনিভার্সিটির থিওরিটিক্যাল ইকোলজিস্ট মার্সিডিজ পাসকুয়াল ও অ্যারন কিং, পোস্টডক্টরাল গবেষক রবার্ট রেইনার এবং তাদের সহকর্মীরা দেখতে পান যে, ঢাকা শহরের একটি অংশের স্পর্শকাতর জলবায়ুর প্রভাবে শহরের অন্যান্য অংশেও কলেরা রোগ ছড়িয়ে পড়ে। গবেষণার এসব উপাদান তাদের মডেলে সন্নিবেশ করে তারা ঢাকা শহরের জন্য ১১ মাস আগেই কলেরার পূর্বাভাস দিতে সক্ষম হন। এর আগে এরকম একটি গবেষণার ফলে মাত্র ১ মাস আগে সতর্ক সংকেত দেয়া সম্ভব হ’ত। ফলে সংশ্লিষ্টরা কলেরার চিকিৎসায় প্রয়োজনীয় প্রস্ত্ততি নিতে পারতেন না। নতুন এই মডেল আবিষ্কৃত হওয়ার ফলে কলেরার প্রস্ত্ততি, ভ্যাকসিন দেয়া এবং কলেরা প্রতিরোধে কৌশল প্রণয়ন সহজ হবে।
চার্জ ছাড়াই ১৫ বছর চলবে মোবাইল
এক্সপিএএল নামের যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ‘স্পেয়ারওয়ান’ নামে একটি মোবাইল আবিষ্কার করেছে, যার ব্যাটারী বিনাচার্জেই ১৫ বছর পর্যন্ত চলবে। এ মোবাইলে চার্জ দেয়া হ’লে বা চার্জবিহীন ফেলে রাখলেও ব্যাটারী ১৫ বছরের আগে নষ্ট হওয়ার আশংকা কম। এ মোবাইল ফোনে একটি এএ ব্যাটারী ব্যবহার করা হয়েছে। এছাড়াও এ ফোনটিতে স্মার্টফোনের মতো অনেক বেশি ফিচার নেই। কেবল মোবাইল ডায়াল করার জন্য গুরুত্বপূর্ণ নম্বরগুলো রাখা আছে। কেবল গুরুত্বপূর্ণ ফোন করা এবং ফোন রিসিভ করার কাজ করে স্পেয়ারওয়ান। এছাড়াও স্বয়ংক্রিয়ভাবে লোকেশন জানাতে পারে এ ফোনটি।
জুতা চলবে গাড়ির মতো গড়গড়িয়ে
লস অ্যাঞ্জেলেসের প্রকৌশলী পিটার ট্রিডওয়ে ‘এসপিএনকিক্স’ নামে ব্যাটারীচালিত উন্নত প্রযুক্তির জুতা আবিষ্কার করেছেন। এ জুতা চলবে গাড়ির মতো গড়গড়িয়ে ঘণ্টায় ১০ মাইল (১৬ কিলোমিটার) গতিতে। এ জুতা ব্যবহারের ক্ষেত্রে যন্ত্রচালিত স্কেটকে প্রথমে জুতার সঙ্গে যুক্ত করতে হবে। এরপর ধীরে ধীরে পথ চলতে হবে। প্রতিটি জুতায় একটি ব্যাটারী ও একটি মোটর রয়েছে। এ দু’টি একসঙ্গে কাজ করে। রিচার্জযোগ্য এ ব্যাটারী একবার চার্জ করলে দুই থেকে তিন মাইল (তিন থেকে পাঁচ কিলোমিটার) যাওয়া যাবে। ব্যাটারী রিচার্জ করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে। জুতাটি নিয়ন্ত্রণ করবে দূরনিয়ন্ত্রণ যন্ত্র (রিমোট কন্ট্রোল)। যন্ত্রটি আকারে একটি সাধারণ কার্ডের চেয়েও ছোট।