হাতে অনেক কাজ কিংবা অনেক ব্যস্ততা। মেইলের জবাব দেওয়ার সময় নেই! ইনবক্স ব্যবহারকারীদের আর মেইলের উত্তর লেখা নিয়ে চিন্তা করতে হবে না। মেইলের স্বয়ংক্রিয় জবাব দেওয়ার জন্য একটি সফটওয়্যার বা টুল তৈরী করছে গুগল, যা কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে স্বয়ংক্রিয়ভাবে মেইলের উত্তর পাঠিয়ে দিতে সক্ষম হবে। গুগল জানিয়েছে, কোন মেইলের উত্তর দ্রুত দিতে হবে তা বুঝতে পারবে এই টুলটি এবং সেই মেইলের জবাব হিসাবে উপযুক্ত শব্দ নিজেই বাছাই করবে। জবাব পাঠানোর আগে ব্যবহারকারীকে তিনটি পসন্দসই উত্তর বেছে নেওয়ার জন্য বলা হবে। এভাবে উত্তর বাছাই করে দেওয়া হ’লে গুগলের ঐ সফটওয়্যারটি কোন মেইলের উত্তর কীভাবে দেওয়া হয় তা দ্রুত শিখে যাবে। গুগলের ইনবক্সের বিনামূল্যের সংস্করণেই এটি ব্যবহার করা যাবে।






আরও
আরও
.