মৃত্যু সংবাদ

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুমিল্লা যেলার উপদেষ্টা ও আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্স জামে মসজিদ, শাসনগাছা, কুমিল্লার ক্যাশিয়ার তোফাযযল হোসাইন (৭০) গত ২৩শে জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১-টায় নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্ল­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ কন্যা রেখে যান। উল্লেখ্য, ১৯শে জুন শুক্রবার মারকায মসজিদে জুম‘আর ছালাত আদায়ের পর বাসায় ফিরে তিনি জ্বরে আক্রান্ত হন। তার প্রথম জানাযার ছালাত বিকাল ৩-টায় কুমিল্লা শহরের মধ্য আশরাফপুরে তার বাসার সামনে অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কুমিল্লা যেলা সভাপতি আহমাদুল্লাহ জানাযায় ইমামতি করেন। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মুছলেহুদ্দীন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম, মহানগর ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হারেছ মিয়াঁ, সমাজ কল্যাণ সম্পাদক হাবীবুর রহমান মাসঊদ, কোরপাই এলাকা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ হারূণ বেগ প্রমুখ নেতৃবৃন্দ জানাযায় যোগদান করেন। তাকে গোসল ও কাফন পরান মাওলানা মুছলেহুদ্দীন ও হারূণ বেগ। অতঃপর বিকাল সাড়ে পাঁচটায় তার পৈত্রিক বাড়ী যেলার বুড়িচং থানাধীন পারওয়ারা সংলগ্ন কুসুমপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, জনাব তোফাযযল হোসাইন আহলেহাদীছ আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও শুভানুধ্যায়ী ছিলেন। তিনি গত বছরে আমীরে জামা‘আতের লেখা শবেবরাত, মীলাদ প্রসঙ্গ ও আমীরে জামা‘আতের পিতার লেখা কুরআন ও কালেমাখানি বই প্রত্যেকটি এক হাযার কপি করে ফ্রী বিতরণ করেন। সবশেষে মাসিক আত-তাহরীক মার্চ’২০ সংখ্যায় প্রকাশিত দরসে কুরআন ‘আল্লাহকে দর্শন’ বই আকারে প্রকাশের অনুরোধ জানিয়েছিলেন এবং এক হাযার কপি ফ্রী বিতরণ করার আশ্বাস দিয়েছিলেন। শাসনগাছা কমপ্লেক্স সংস্কারেও তার অনেক অবদান ছিল। আমীরে জামা‘আত তাঁর আকস্মিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হন এবং তার মাগফেরাতের জন্য দো‘আ করেন। তিনি সংগঠনের পক্ষ হ’তে তাঁর অন্তিম আকাংখা পূরণের আশ্বাস দেন এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নিদের্শনা দেন। উল্লেখ্য যে, ১৯৮০ সাল থেকে দীর্ঘ ৩০ বছর তিনি সঊদী আরবে প্রবাসী জীবন যাপন করেন। অতঃপর দেশে ফিরে ২০১২ সালে যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহর সাথে পরিচিত হন এবং মারকাযে যাতায়াত শুরু করেন। তিনি ‘আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত যেলার যেকোন অনুষ্ঠানে উপস্থিত থাকতেন এবং সার্বিক সহযোগিতা করতেন।

[আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]






তৃণমূল জনগণের নিকট আন্দোলন-এর দাওয়াত পৌঁছে দিন! - -আমীরে জামা‘আত
ইসলাম সকল ধর্মের উপর বিজয়ী ধর্ম (যেলা সম্মেলন : সিরাজগঞ্জ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন সমূহ (গত সংখ্যার পর)
সার্বিক জীবনে তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রশিক্ষণ; মাসিক ইজতেমা; তা‘লীমী বৈঠক; কেন্দ্রীয় দাঈর সফর
কর্মী সমাবেশ
‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’-এর সাবেক সভাপতি ড. মুহাম্মাদ ইলিয়াস আলীর মৃত্যু
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
চাঁদমারী ইফতার মাহফিল :
সুধী সমাবেশ \ কাঞ্চন, নারায়ণগঞ্জ :
তাবলীগী সভা
আরও
আরও
.