নওদাপাড়া, রাজশাহী ২৫শে জুন, ১৯শে রামাযান শনিবার : অদ্য বেলা ১১-টায়  ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পূর্ব, পশ্চিম ও রাজশাহী সদর সাংগঠনিক যেলার যৌথ উদ্যোগে মহানগরীর নওদাপাড়াস্থ দারুল হাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে অনুষ্ঠিত কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল­াহ আল-গালিব  উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের দাওয়াত যথাযথভাবে না পৌঁছার কারণে বহু মানুষ বিশুদ্ধ দ্বীন থেকে বঞ্চিত রয়েছে। অতএব বড় বড় জালসার চাইতে ব্যাপকভাবে তাবলীগী সফর করার মাধ্যমেই সমাজকে দ্রুত জাগিয়ে তোলা সম্ভব।

রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ ইদরীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ও কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা, সদর যেলার সাংগঠনিক সম্পাদক ড. শিহাবুদ্দীন আহমাদ ও মোহনপুর উপযেলা আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদা প্রমুখ। অতঃপর বাদ আছর রামাযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত বলেন, হৃদয়ের পরিচ্ছন্নতা ব্যতীত কোন আমলই কাজে আসবে না। আমরা বাহ্যিক আমল দেখি। কিন্তু আল্লাহ হৃদয়ের আমল সম্পর্কে জানেন। অতএব রামাযানে আত্মশুদ্ধি অর্জন করুন। হিংসা-অহংকার, পরশ্রীকাতরতা, গীবত-তোহমত প্রভৃতি ব্যাধি থেকে অন্তরজগতকে পরিচ্ছন্ন রাখতে পারলে আল্লাহর রহমতের আশা করা যায়। তিনি সকলকে বিশুদ্ধ অন্তরে বিশুদ্ধ আমল করার প্রতি তাকীদ দেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আইয়ূব আলী।

পাবনা ২৫শে জুন শনিবার : অদ্য বাদ যোহর যেলার ব্রজনাথপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান ছিলেন কুষ্টিয়া-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সভাপতি গোলাম যিল-কিবরিয়া, মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক ইহসান ইলাহী যহীর ও রাজশাহী-পশ্চিম ‘সোনামণি’ সহ-পরিচালক মুহাম্মাদ মিনারুল ইসলাম। ইফতার-পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকার মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল।

নাটোর ২৫শে জুন শনিবার : অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নাটোর যেলার উদ্যোগে যেলার লালপুর থানাধীন চৌষডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম ও কুষ্টিয়া-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ গোলাম যিল-কিবরিয়া। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল আযীয।

চুয়াডাঙ্গা ২৫শে জুন শনিবার : অদ্য বাদ যোহর যেলার দামুড়হুদা থানাধীন জয়রামপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চুয়াডাঙ্গা যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সাম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেয জামীলুর রহমান।

রাণীগঞ্জ, দিনাজপুর-পূর্ব ২৫শে জুন শনিবার : অদ্য বেলা ১১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে রাণীগঞ্জ আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আব্দুল ওয়াহহাব শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও জয়পুরহাট যেলা ‘যুবসংঘে’র সভাপতি আবুল কালাম আযাদ।

বগুড়া ২৫শে জুন শনিবার : অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া যেলার উদ্যোগে শহরের চারমাথা সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন, ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও রাজশাহী মহানগর ‘যুবসংঘে’র সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজীদুল্লাহ।

রহনপুর, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ ২৫শে জুন শনিবার : অদ্য সকাল ১১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে রহনপুর ডাক বাংলাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ ও ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম।

দিনাজপুর-পশ্চিম ২৬শে জুন রবিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে স্টেশন বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আজমল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও জয়পুরহাট যেলা ‘যুবসংঘে’র সভাপতি আবুল কালাম আযাদ।

যশোর ২৯শে জুন বুধবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যশোর যেলার উদ্যোগে মণিরামপুর থানাধীন চন্ডিপুর হাইস্কুল ময়দানে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আ.ন.ম. বযলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

মেহেরপুর ২৬শে জুন রবিবার : অদ্য সকাল ১০-টায় যেলার গাংনী আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মেহেরপুর যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ মানছূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সাম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার।

তেরখাদা, খুলনা ২৭শে জুন সোমবার : অদ্য বাদ আছর যেলার তেরখাদা থানাধীন ইখড়ি-কাটেঙ্গা হাইস্কুলের বিজ্ঞান ভবনে  ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ তেরখাদা উপযেলার উদ্যোগে রামাযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি জনাব মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন।

ফুলবাড়িয়া, ময়মনসিংহ ২৮শে জুন মঙ্গলবার : অদ্য বাদ আছর আন্ধারিয়াপাড়া করাতীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র যেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ আলী।

চাঁদপুর ২৮শে জুন মঙ্গলবার : অদ্য বাদ যোহর চাঁদপুর সদর উপযেলা ‘আন্দোলন’ ও হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরী চাঁদপুর শাখার উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের দোতলায় এলিট চাইনিজ রেষ্টুরেন্টে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আতাউল্লাহ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ বিলাল হোসাইন, কুমিল্লা যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ, চাঁদপুর হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরীর ইমাম মুহাম্মাদ রেযওয়ানুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ হেমায়েত হোসাইন।

বুড়িচং, কুমিল্লা ২৯শে জুন বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর বুড়িচং বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বুড়িচং উপযেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুড়িচং শাখা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুহাম্মাদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহ ও বেলদী দারুল হাদীছ ফাযিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ খান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ ফেরদাঊস।







সেমিনার
সংগঠন সংবাদ
তাওহীদ, রিসালাত ও আখেরাত বিশ্বাসের ভিত্তিতে জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন : কক্সবাজার ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে আলোচনা সভা
আমীরে জামা‘আতের পাঁচদিনব্যাপী ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী সফর
বার্ষিক কর্মী সম্মেলন ২০১৯ (ধর্মীয় অনুশাসন ছাড়া ধর্ষণ-মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়) - -মুহতারাম আমীরে জামা‘আত

যেলা সম্মেলন : রাজশাহী-পূর্ব

হিংসা-অহংকার পরিত্যাগ করে আখেরাতের পাথেয় সঞ্চয় করুন! - -আমীরে জামা‘আত
লেখক সম্মেলন ২০২১
সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে আসুন! (যেলা সম্মেলন : কুমিল্লা)
বিভাগীয় যুব সম্মেলন
সংগঠন সংবাদ
আরও
আরও
.