প্রশ্ন (২৭/৬৭): ছালাত অবস্থায় টুপি পড়ে গেলে তুলে নেয়া যাবে কি?
574 বার পঠিত
উত্তর :
ছালাত অবস্থায় টুপি পড়ে গেলে তুলে নেওয়ার প্রয়োজন নেই। কেননা টুপী ছালাতের
আবশ্যিক পোষাক নয়। তবে তা তুলে নেওয়ায় দোষ নেই। কেননা ছালাত অবস্থায়
খুশু-খুযূ বিনষ্ট না করে ছোটখাট কাজ করা যায় (বুখারী, মিশকাত হা/৯৮৪)।