উত্তর :
গল্প-গুজব নয়; বরং পর্দার মধ্যে থেকে প্রয়োজনীয় কথা বলতে পারবে এবং খাদ্য
পরিবেশনও করতে পারবে। কিন্তু তা যেন নির্জনে না হয়। ফেতনায় পড়ার সম্ভাবনা
থাকলে এগুলো থেকেও বিরত থাকা আবশ্যক। আর মাহরাম ছাড়া অন্য কারো সাথে ভ্রমণ
বা সফর করা কঠোরভাবে নিষিদ্ধ (বুখারী হা/৩০০৬; মুসলিম হা/১৩৪১; মিশকাত হা/২৫১৩)।