উত্তর : লাভ ভোগ করার প্রচলিত নিয়মে জমি বন্ধক রাখা যাবে না। কারণ ঋণের বিনিময়ে লাভ ভোগ করা সূদ (ইবনু কুদামাহ, মুগনী ৪/২৫০; আল-মুদাওয়ান্নাহ ৪/১৪৯; ছালেহ ফাওযান, মাজমূ‘ ফাতাওয়া ২/৫০৫; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৪/১৭৬-৭৭)। ছাহাবীগণ এমন ঋণ নিষেধ করতেন, যা মুনাফা নিয়ে আসে (বায়হাক্বী ৩/৩৪৯-৩৫০; ইরওয়াউল গালীল হা/১৩৯৭)। এক্ষণে মাকে বুঝিয়ে ভাইকে হারাম কাজ থেকে বিরত রাখতে হবে। সে হারাম কাজ থেকে বিরত না থাকলে তার কাছ থেকে জমি ফিরিয়ে নিবে। কারণ শরী‘আতের বিধান অমান্য করে মায়ের আনুগত্য করা যাবে না (বুখারী হা/৭২৫৭; মিশকাত হা/৩৬৬৫)। তাছাড়া সে শর্ত ভঙ্গ করে উক্ত জমি নিজে আবাদ না করে বন্ধক দিয়েছে যা শরী‘আতসম্মত নয়।
প্রশ্নকারী : এনামুল হক, পীরগাছা, রংপুর।