‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী যেলার সাবেক উপদেষ্টা ও ‘আন্দোলন’-এর একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী, সপুরা মিয়াঁপাড়া আহলেহাদীছ জামে মসজিদের দীর্ঘ দিনের কোষাধ্যক্ষ ও বর্তমান কমিটির উপদেষ্টা জনাব মুহাম্মাদ মানছূর রহমান (৭০) গত ৭ই সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২-টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন ৮ই সেপ্টেম্বর বুধবার বেলা ২-টায় সপুরা আহলেহাদীছ ঈদগাহ ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযা ছালাতে ইমামতি করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, রাজশাহী সদর ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মুবীনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. সিরাজুল হক, রাজশাহী-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা দুররুল হুদা সহ রাজশাহী সদর, রাজশাহী-পূর্ব ও পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও যুবসংঘে’র দায়িত্বশীলগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত জানাযায় অংশগ্রহণ করেন। অতঃপর সপুরা গোরস্থানে তাকে দাফন করা হয়। জনাব মানছূর রহমান দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ও প্রেসারে ভুগছিলেন।

[আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]

           
           
           
           
           
           
           
           
           
           
           
           
           





আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
প্রবাসী সংবাদ (সিঙ্গাপুরে ১২ তাকবীরে ঈদের ছালাত)
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৩
হক-এর পথে দৃঢ়চিত্ত থেকে সৎকাজে প্রতিযোগিতা করুন! (যেলা সম্মেলন : ঢাকা ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আন্দোলন (যেলা সম্মেলন \ মেহেরপুর) (তাওহীদকে মযবুত রাখুন) - -আমীরে জামা‘আত
আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন
এলাকা সম্মেলন
তাবলীগী ইজতেমা ২০১৬ সম্পন্ন -  
২৯তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন (রাজশাহী ২৮শে ফেব্রুয়ারী ও ১লা মার্চ বৃহস্পতি ও শুক্রবার :)
মৃত্যু সংবাদ
মাসিক তাবলীগী ইজতেমা
যেলা সম্মেলন : ঝিনাইদহ (সর্বাবস্থায় আল্লাহভীতি বজায় রাখুন!)
আরও
আরও
.