গত সংখ্যার সাধারণ জ্ঞান (হাদীছ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. মুসনাদে আহমাদ, মুওয়াত্ত্বা মালেক, ছহীহ ইবনু খুযায়মাহ, ছহীহ ইবনু হিববান, সুনানে বায়হাক্বী।

২. যে হাদীছে কোন ছাহাবীর কথা, কাজ বা সমর্থন উল্লেখ করা হয়েছে, তাকে মাওকূফ হাদীছ বলে।

৩. যে হাদীছে কোন তাবেঈর কথা, কাজ বা সমর্থন উল্লেখ করা হয়েছে, তাকে মাকতূ‘ হাদীছ বলে।

৪. মুরসাল, মুনকাতি‘, মুনকার, মাক্বলূব, মুযতারাব ইত্যাদি।

৫. যঈফ হাদীছের উপরে আমল করা যাবে না।

৬. হাদীছ বর্ণনার ক্ষেত্রে বর্ণনাকারীদের সিলসিলা বা ধারাবাহিকভাবে তাঁদের নামের উল্লেখকে সনদ বলে।

৭. হাদীছের মূল বক্তব্যকে মতন বলে।

৮. খলীফা ওমর ইবনে আব্দুল আযীয (রহঃ)-এর যুগে।

৯. মুওয়াত্ত্বা ইমাম মালেক (সংকলিত হাদীছ ১৭০০টি)।

১০. শায়খ নাছিরুদ্দীন আলবানী (রহঃ) [মৃত্যু ১৪২০ হিঃ)]।

গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর

১. মোমবাতি।          ২. লবণ।               ৩. মৌচাক।

৪. উড়োজাহাজ।       ৫. কলম।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (যাকাত বিষয়ক)

১. ওশর শব্দের অর্থ কি?

২. যাকাত ফরয হয় কবে?

৩. যাকাত ফরয হওয়ার অন্যতম শর্ত কি?

৪. পরিধেয় বস্ত্রের যাকাতের বিধান কি?

৫. গুপ্তধনের যাকাতের হার কি?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (চিকিৎসা বিষয়ক)

১. বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভাব বেশি দেখা যায়?

২. কলেরা বা ডায়রিয়ার রোগীকে স্যালাইন খেতে দেওয়া হয় কেন?

৩. শরীরের কোন স্থান পুড়ে গেলে কি করা উচিত?

৪. আঘাত লেগে ফুলে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কি?

৫. অ্যান্টিবায়োটিক কি?

সংগ্রহে : আতাউল্লাহ বিন ইবরাহীম

কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

সোনামণি সংবাদ

অভ্যাগতপাড়া, বাগমারা, রাজশাহী ২৫ ডিসেম্বর’১৪ বৃহস্পতিবার : অদ্য সকাল সাড়ে ৭-টায় অভ্যাগতপাড়া দারুন নাজাত সালাফী মাদরাসায় এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অভ্যাগতপাড়া উচ্চবিদ্যালয়ের (সাবেক) প্রধান শিক্ষক গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন বাগমারা উপযেলা ‘সোনামণি’ সহ-পরিচালক হাফেয শহীদুল ইসলাম, তকিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (সাবেক) প্রধান শিক্ষক আব্দুল মালেক ও অত্র মাদরাসার শিক্ষক মুহাম্মাদ আবিদুল্লাহ প্রমুখ।

গোবিন্দপাড়া, বাগমারা, রাজশাহী ২৫ ডিসেম্বর’১৪ বৃহস্পতিবার : অদ্য বাদ আছর গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সাবেক পেশ ইমাম জনাব যেহের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী-উত্তর সাংগঠনিক যেলা পরিচালক ডাঃ মুহাম্মাদ মুহসিন, বাগমারা উপযেলা ‘সোনামণি’ সহ-পরিচালক হাফেয শহীদুল ইসলাম ও অত্র শাখার প্রধান উপদেষ্টা মুযাফফর হুসাইন প্রমুখ।

ফানুস

ইমারত আলী

ভোলাবাড়ী, পবা, রাজশাহী।

ক্ষণিকের আনন্দে বিভোর হয়ো না

হয়তো তোমার জন্য দুঃখ অপেক্ষা করছে,

আসে না ফিরে যে সময় চলে যায়

তেমনি হায়াৎ তোমার তিলে তিলে হচ্ছে ক্ষয়।

কিসের আশায় স্বপ্ন বুনো সারা জীবন

কোন আনন্দে তুমি গাইছ এত গান?

তুমি কে? নিজের মনকে প্রশ্ন কর একটিবার

দেখবে তুমি কতটা নিষ্প্রাণ!

ক্ষণিকের পৃথিবীতে তুমি-আমি তুচ্ছ

তুচ্ছ দুনিয়া সব মানুষের যত আয়োজন,

ক্ষণিকের পৃথিবীতে এতটা আনন্দিত হয়ো না

এবার স্রষ্টার তরে কর তোমার জীবন বিসর্জন।

সত্য

মুহাম্মাদ ইয়াহইয়া হোসাইন

বাঘারপাড়া, যশোর।

ছোট্ট থেকে একটি কথা

বলতেন আমার মা

সঠিক পথে চলতে হবে

মিথ্যা পথে না।

সত্য দিশা খুঁজতে আমি

পথে দিলাম পা

এদিক সেদিক খুঁজি ফিরি

সত্য মেলে না।

হঠাৎ আমি চলতি পথে

একটি আলো পেলাম

তা-ই দেখে চমকে উঠে

থমকে দাঁড়ালাম।

আলো আমায় বলছে ডেকে

এই খানেতে এসো

সত্য এটা তাকে তুমি

খুবই ভালোবাসো।

সেখান থেকে সত্যটাকে

নিয়ে এলাম বাড়ী

সত্য দেখে আমার সাথে

করল সবাই আড়ি।

সত্য নিতে সবাই এলো

সবাই নিতে চায়

কিন্তু আমি সত্যটাকে

দিতে রাযী নই।

অবশেষে হেসে হেসে

বললো আমার মা

সত্য সবার জন্য বটে

কারো একার না।

মায়ের কথায় লজ্জা পেয়ে

মুখটা হ’ল নীচু

সেখান থেকেই সত্য বিলাই

হই না কভু পিছু।






আরও
আরও
.