উত্তর :
মুসাফিরের জন্য জুম‘আর ছালাত আদায় করা যরূরী নয়। সে চাইলে জুম‘আ পড়তে
পারে, চাইলে যোহরের ক্বছর করতে পারে। রাসূলুল্লাহ (ছাঃ) তাঁর সঙ্গীদের নিয়ে
হজ্জ-এর সফর করেন, কিন্তু তাদের কেউ জুম‘আর ছালাত আদায় করেননি (ইরওয়া হা/৫৯৪)। অন্য হাদীছে এসেছে গোলাম, রোগী, মুসাফির, শিশু ও মহিলাদের উপরে জুম‘আ ফরয নয় (আবুদাঊদ, দারাকুৎনী, মিশকাত হা/১৩৭৭, ১৩৮০; ইরওয়া হা/৫৯২)। জাবের (রাঃ) বর্ণিত হাদীছেও অনুরূপ প্রমাণ রয়েছে (মুসলিম, মিশকাত হা/২৫৫৫)।