২৩শে অক্টোবর বুধবার তাহিরপুর হাইস্কুল মাঠ, বাগমারা, রাজশাহী : অদ্য বাদ আছর যেলার বাগমারা উপযেলাধীন তাহিরপুর হাইস্কুল ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব জনগণের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি তাঁর ভাষণে পবিত্র কুরআনের সূরা ত্বোয়াহার ৫৫ আয়াত পাঠ করে বলেন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমরা মাটি থেকে সৃষ্টি হয়েছি। মৃত্যুর পর পুনরায় মাটিতে ফিরে যাব। অতঃপর ক্বিয়ামতের দিন সেখান থেকেই পুনরুত্থিত হব। অতএব মৃত্যু আসার আগেই যাবতীয় গর্ব-অহংকার পরিত্যাগ করে আখেরাতের পাথেয় সঞ্চয়ে ব্রতী হৌন!

তিনি বিদায় হজ্জে রাসূল (ছাঃ)-এর দেওয়া ভাষণ শ্রোতাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমরা সবাই এক আদমের সন্তান। আর আদম ছিলেন মাটির তৈরী। তাই আমাদের কারু উপরে কারু কোন প্রাধান্য নেই তাক্বওয়া ব্যতীত। তিনি বলেন, সৎ মানুষ গড়ার ভিত্তি হ’ল তিনটি: তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাস। তিনি বলেন, বর্তমানে দু’টি বড় ফিৎনা হ’ল চরমপন্থা ও শৈথিল্যবাদ। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ যাবতীয় চরমপন্থা  ও শৈথিল্যবাদ হ’তে দূরে থেকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ার জন্য মানুষের প্রতি আহবান জানায়।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. ইদরীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা আফযাল হোসাইন, ‘যুবসংঘ’ রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি যিল্লুর রহমান, বাগমারা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলাম প্রমুখ। সম্মেলনে বিভিন্ন সময়ে কুরআন তেলাওয়াত করেন আল-‘আওন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির ও ‘যুবসংঘ’ রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেয খুরশেদ আলম এবং ইসলামী জাগরণী পেশ করেন নওগাঁ যেলা আল-হেরা শিল্পী গোষ্ঠী’র সদস্য এনামুল হক ও তাহিরপুর এলাকা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি আব্দুল বারী। সম্মেলনে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা আলহাজ্জ আইয়ূব আলী সরকার। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাগমারা উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আবুল কালাম শেখ ও তাহিরপুর এলাকা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক ডা. মনছূর আলী।

অভিজ্ঞদের মতে ’৭১-এর পর এটাই  ছিল  স্মরণকালের  বৃহত্তম জনসমাবেশ। সম্মেলনের সাথে সাথে সংগঠনের স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওন-এর ক্যাম্পিং চলে। যেখানে ২১ জনের ব্লাড গ্রুপিং হয় এবং ২০ জন ডোনর হন।

উল্লেখ্য যে, সম্মেলনে সংগঠনের প্রচারপত্র ‘যাবতীয় চরমপন্থা হ’তে বিরত থাকুন’, ‘মদ-জুয়া হ’তে বিরত থাকুন’ এবং ‘ঈদে মীলাদুন্নবী’ ব্যাপকহারে বিতরণ করা হয়।






আরও
আরও
.