অধিক সময় ধরে আধুনিক প্রযুক্তি-সুবিধার যন্ত্র ব্যবহারে অল্প বয়সে বুড়িয়ে যাচ্ছে মানুষ। ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, কুঁজো হয়ে বা নত হয়ে ইলেকট্রনিক পণ্য অধিক সময় ধরে ব্যবহারের কারণে মানুষের মুখের ও চোয়ালের চামড়া কুঁচকে ও ঝুলে যাচ্ছে, মুখে বলিরেখা দেখা দিচ্ছে এবং ঘাড় ও কাঁধে ব্যথা হচ্ছে। এছাড়া এতে মাথাব্যথা, ঝিমুনি, হাত-কবজি, কনুইয়ে ব্যথা বা খিঁচুনির মতো সমস্যা দেখা দিতে পারে। ভারতের প্রখ্যাত কসমেটিক সার্জন মোহন থমাস বলেন, ইলেকট্রনিক পণ্যের অতিব্যবহার কমানো ব্যতীত এ থেকে বাঁচার কোন উপায় নেই।

 

 

 

 

 

 







আরও
আরও
.